টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ<br />টস হওয়ার কথা দুপুর ১২টা ৩০ মিনিটে। কিন্তু এসময় বইছিল ঝড়ো বাতাস। অবশেষে ১০ মিনিট পর টস হলো এবং এবার টস জিতলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।<br /><br />বিশেষ সাক্ষাৎকারে আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করবেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক, ক্রিকেট বিশেষজ্ঞ এবং জাগোনিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। <br />সঞ্চালনায়- শাহাদাৎ আহমেদ সাহাদ।